‘মৃত্যু’ হুমকী দেবে ফেসবুক!

১১ জুলাই, ২০১৯ ১৩:০৯  
অপরাধী ও বিপজ্জনক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মৃত্যুর হুমকি বা সহিংসতার ডাক দিতে যাচ্ছে ফেসবুক। অনেকটা গোপনেই ব্যবহারকরীদের এই অনুমোদন দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমটি। সম্প্রতি নতুন এই অশুভ আইন প্রণয়ন করেছে। আপডেট করা হয়েছে ‘কমিউনিটি আপডেট’ অপশনটি । এখানে ‘মৃত্যু হুমকী নয়’ অপশনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ‘সহিংসতা তীব্রতা’র বিপক্ষে এই হুমকীকে অনুমোদন দেয়া হয়েছে হালনাগাদ নীতিতে। এই নীতিতে ‘ঘৃণিতের বিরুদ্ধে ঘৃণা’-কে বেছে নেয়া হয়েছে। এতে "বিপজ্জনক ব্যক্তি ও সংগঠন নীতি"-গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, "সহিংস অপরাধ বা যৌন অপরাধীদের ক্ষেত্রে এই মৃত্যু হুমকীকে স্বিকার করে নিয়েছে ফেসবুক। গত মঙ্গলবার পরিবর্তনটি প্রথম লক্ষ্য করেন ভাষ্যকার পল জোসেফ ওয়াটসন। বিপজ্জনক নীতি গ্রহণ করায় গত মে মাসে তাকে ফেসবুক থেকে নিষিদ্ধ করা হয়েছিল। "বিপজ্জনক ব্যক্তিদের" নীতিটিতে কেবলমাত্র "সন্ত্রাসী কার্যকলাপ, সংগঠিত ঘৃণা, গণ হত্যা, মানব পাচার, এবং সংগঠিত সহিংসতা বা ফৌজদারি কার্যকলাপের" আওতায় পড়ে এমন মন্তব্যকারীদের নিষিদ্ধ করেছিলো ফেসবুক।